১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আপনার স্যামসাং ফোনকে আর একঘেয়ে মনে হবে না, জেনে নিন ৫টি দুর্দান্ত উপায়

মোবাইল ফোন ব্যবহারে বাংলাদেশে স্যামসাং গ্যালাক্সি ব্র্যান্ড বেশ জনপ্রিয়। আপনার ফোনটিও কি স্যামসাং ব্রান্ডের? যদি তাই হয় তাহলে আপনি কি স্মার্টফোনটি হাতে পাওয়ার পর এক সেটিংসেই দীর্ঘদিন চালাচ্ছেন? এমনটা হলে আপনার মধ্যে হয়তো একঘেয়েমি কাজ করছে। ফোনটা আর আগের মতো ভালো লাগছে না। কিন্তু হতাশার কিছু নাই। সহজ কিছু সেটিংস পরিবর্তনের মাধ্যমেই আরও আরামদায়কভাবে ফোনটি ব্যবহার করতে পারেন আপনিও।

নিজের মতো করে সাজিয়ে নিতে পারলে আপনার স্যামসাং গ্যালাক্সি ফোনটির ব্যবহার হয়ে উঠতে পারে আরও বেশি প্রাণবন্ত। ছবি: সংগৃহীত

স্যামসাং গ্যালাক্সিতে থাকা কিছু কাস্টমাইজেশন ফিচার ব্যবহার করে ফোনটি নিজের মতো সাজিয়ে নিতে পারেন। এতে আপনার হাতের ফোনটি আর পাঁচটা ফোন থেকে একেবারে আলাদা মনে হবে।

  • গ্যালাক্সি এআই দিয়ে ওয়ালপেপার তৈরি

আপনি প্রতিদিন বহুবার নিজের ফোনের হোম স্ক্রিনে চোখ রাখেন— তাই সেটিকে আকর্ষণীয় ও নিজের মতো করে সাজানোটা খুবই গুরুত্বপূর্ণ। স্যামসাংয়ের গ্যালাক্সি এআই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে খুব সহজেই নিজস্ব ডিজাইনের ওয়ালপেপার তৈরি করতে পারেন। আর এজন্য আপনাকে আলাদা করে ওয়ালপেপার অ্যাপ ডাউনলোডও করতে হবে না।

“গ্যালাক্সি এআই দিয়ে ওয়ালপেপার তৈরি করা যাবে”

সেটিংস > ওয়ালপেপার অ্যান্ড স্টাইল > চেঞ্জ ওয়ালপেপারস > ক্রিয়েট উইথ এআই- এভাবে আপনার পছন্দের স্টাইল (প্রাকৃতিক, বিমূর্ত, মিনিমাল ইত্যাদি) বেছে নিন। এআই-কে নির্দেশ দিতে প্রম্পট কাস্টমাইজ করুন। এরপর তৈরি করে ফেলুন একদম নিজস্ব ডিজাইনের ওয়ালপেপার।

চাইলে আপনি কয়েক দিন পরপর ওয়ালপেপার পরিবর্তন করে দিতে পারেন নতুন লুক আনতে। অথবা অটোমেটিক ওয়ালপেপার চেঞ্জার অ্যাপ ব্যবহার করে নির্দিষ্ট সময় অন্তর ওয়ালপেপার ঘোরানোর ব্যবস্থা করতে পারেন।

  • ওয়ালপেপারের সঙ্গে মিল রেখে কালার প্যালেট ব্যবহার

আপনার ওয়ালপেপার সেট করার পর, তার সঙ্গে মানানসই একটি রঙের প্যালেট ব্যবহার করুন, যাতে সবকিছু আরও সুন্দর ও পরিপাটি দেখায়। এটি ছোট একটা পরিবর্তন মনে হলেও, পুরো ফোনের লুক অনেকটাই পাল্টে দিতে পারে। আপনার আইকন, কুইক সেটিংস, মেনু এবং নোটিফিকেশন মিলিয়ে যাবে একই রঙের ছোঁয়ায়। 

“ওয়ালপেপারের সঙ্গে মিল রেখে কালার প্যালেট ব্যবহার করা যাবে”

প্রথমে সেটিংস > ওয়ালপেপার অ্যান্ড স্টাইলে যান এবং কালার প্যালেট অপশনে ট্যাপ করুন। আপনার বর্তমান ওয়ালপেপার থেকে স্বয়ংক্রিয়ভাবে নেয়া কিছু রঙের কম্বিনেশন দেখাবে— সেখান থেকে আপনার পছন্দ অনুযায়ী একটি বেছে নিন। আপনি চাইলে এই রঙের প্যালেটটি অ্যাপ আইকনগুলোর ওপরও প্রয়োগ করতে পারেন, যাতে পুরো ইন্টারফেসে একই ভিজ্যুয়াল থিম বজায় থাকে। এতে আপনার ফোনের ডিজাইন আরও পরিপাটি দেখাবে।

  • অ্যাপ আইকন পরিবর্তন

আপনার ওয়ালপেপার ছাড়াও, অ্যাপ আইকনগুলোই সবচেয়ে বেশি প্রভাব ফেলে আপনার ফোনের সামগ্রিক লুকে। বিভিন্ন অ্যাপের ডিফল্ট আইকনগুলো সাধারণত ভিন্ন ভিন্ন আকার, রঙ ও স্টাইলে আসে, যার ফলে হোম স্ক্রিন অনেক সময় এলোমেলো ও অসামঞ্জস্য দেখাতে পারে।

“পরিবর্তন করা যাবে স্যামসাং গ্যালাক্সির অ্যাপ আইকন”

এই সমস্যার সমাধানে প্রথমে সেটিংস থেকে থিমে যান, এরপর আইনকনস ট্যাবে যান। এখানে আপনি অনেক আইকন প্যাক দেখতে পাবেন— অধিকাংশই পেইড, তবে স্ক্রল করে দেখতে ভুলবেন না, কারণ অনেক সুন্দর অপশন থাকে। ফ্রি আইকন প্যাক খুঁজছেন? তাহলে নিচের দিকে স্ক্রল করে মাস্ট-হ্যাভ ফ্রি আইকনস সেকশনটি দেখুন। অথবা টপ ট্যাবে গিয়ে সবচেয়ে জনপ্রিয় আইকন প্যাকগুলো একবার দেখে নিন। যেটা আপনার পছন্দ হয় এবং আপনার ফোনের লুকের সঙ্গে মেলে, সেটিতে ট্যাপ করে ডাউনলোড বা পে করুন, এরপর অ্যাপ্লাই করে দিন।

  • কীবোর্ডের থিম কাস্টমাইজ

মেসেজ লেখা, ওয়েব সার্চ করা কিংবা নোট লেখার ক্ষেত্রে বারবার কীবোর্ড ব্যবহার করতে হয়। তাই কীবোর্ডটটিও নিজের মতো করে সাজাতে পারেন সহজে। বেশিরভাগ কীবোর্ড অ্যাপ শুধু লাইট বা ডার্ক থিম দেয়, কিন্তু স্যামসাংয়ের ‘কীসক্যাফে’ অ্যাপে কীবোর্ডকে নিজের মতো করে সাজানোর সুযোগ রয়েছে। এটি ফোনের জনপ্রিয় গুডলুক মডিউলগুলোর একটি, যেটা ইনস্টল করার মতো।

স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করার পর, স্টাইল ইউর ওন কীবোর্ড সিলেক্ট করে আপনি রঙ পরিবর্তন করতে পারেন, লাইটিং ইফেক্ট যোগ করতে পারেন, আর কী-ট্যাপের জন্য নতুন সাউন্ড বেছে নিতে পারেন। 

“স্যামসাং গ্যালাক্সির কীবোর্ড থিম”

এছাড়া মেইক ইউর ওন কীবোর্ড অপশনে গিয়ে একদম নতুন করে কাস্টম কীবোর্ড তৈরি করতেও পারবেন। এতে কী সাইজ বদলানো, নতুনভাবে কী সাজানো, লেআউট পরিবর্তন এবং বিভিন্ন স্টাইল নির্বাচন করার সুযোগ থাকবে। কালারস ট্যাবে গিয়ে আপনার ওয়ালপেপার বা রঙের প্যালেটের সঙ্গে মানানসই ব্যাকগ্রাউন্ড পছন্দ করুন।

চাইলে গ্যালারির থেকে নিজের পছন্দের ছবি আপলোড করেও ব্যবহার করতে পারেন। ইফেক্টস ট্যাবে গিয়ে এনিমেটেড কীপ্রেস ভিজ্যুয়াল যুক্ত করুন। আর সাউন্ড ট্যাবে গিয়ে আপনার মেজাজের সঙ্গে যায় এমন কী সাউন্ড বেছে নিন।

  • অলওয়েজ অন ডিসপ্লে অপশন

এই ফিচারটি খুবই কাজের। যার মাধ্যমে আপনি বার্তা, আবহাওয়া ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে দেখে নিতে পারেন। কিন্তু শুধু সাধারণ ক্লক স্টাইলেই আটকে থাকার দরকার নেই। স্যামসাংয়ের গুডলুক অ্যাপ ব্যবহারের মাধ্যমে ক্লকফ্যাস প্লাগইন ডাউনলোড করে আপনার অলওয়েস অন ডিসপ্লেকে সম্পূর্ণ নিজের মতো করে সাজাতে পারেন। গ্যালাক্সি স্টোর থেকে গুডলুক ডাউনলোড ও ইনস্টল করার পর, অ্যাপটি খুলে ‘কল্কফ্যাস’ মডিউলটি ডাউনলোড করুন। এরপর ফ্যাস ট্যাবে গিয়ে বিভিন্ন স্টাইলিশ ক্লক ডিজাইন ব্রাউজ করুন।

“অলওয়েস অন ডিসপ্লে ফিচার”

যদি কোনো ডিজাইন আপনার পছন্দ না হয়, তাহলে ওপরের ডানদিকে থাকা প্লাস আইকনে ট্যাপ করে নিজের মতো নতুন ডিজাইন তৈরি করতে পারেন। চাইলে ক্লকের স্টাইল, ফন্ট, রঙ এবং সাইজ বদলে নিতে পারবেন, যাতে এটি আপনার ওয়ালপেপার বা থিমের সঙ্গে ভালোভাবে মিলে যায়। আরও মজার করতে ইমোজি, স্টিকার, জিফ বা গ্যালারি থেকে ছবি যোগ করতেও পারবেন।

আপনার তৈরি করা কাস্টমাইজড ‘অলওয়েস অন ডিসপ্লে’ ক্লকটি লকস্ক্রিনের ক্লকেও নেয়া যাবে, ফলে পুরো ফোনটি সুন্দর দেখাবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ আপডেট

Your Ad Here
Ad Size: 336x280 px